অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত শাকিব খান


দৈনিক আলোড়ন
অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত শাকিব খান

গতকাল দিনগত রাতে ‘আগুন’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন নায়ক শাকিব খান। তিনি পায়ে আঘাত পেয়েছেন। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ও শুটিং সেটে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র ছাড়াও জনপ্রিয় পরিচালক মালেক আফসারী তার ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছে। তাতে তিনি লিখেছেন, শাকিব খান শুটিং এ মারাত্মক আহত হয়েছেন।পায়ে লেগেছে। চিকিৎসা চলছে। দোয়া চাই। মালেক আফসারি বলেন, আজ রাতে এফডিসিতে ‘আগুন’ সিনেমার সহকারি পরিচালক আমাকে এই তথ্য দিয়েছেন। ‘আগুন’ সিনেমা সেটে মারাত্মক আহত হয়েছেন আমাদের সুপারস্টার শাকিব খান। চিকিৎসা শেষে বর্তমানে বাসায় গিয়েছেন। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে।

তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। ২০১৯ সালের অগাস্টে শুরু হয়েছিল সিনেমাটির কাজ। সে বছরই শেষ হয়েছিল সিনেমার দ্বিতীয় লটের শুটিং। এরপর নানা জটিলতায় তা আটকে যায়। দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আগুন’ প্রযোজনা করেছেন এনামুল হক আরমান। কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। শাকিব খান, জাহারা মিতু ছাড়াও আগুনে অভিনয় করছেন- আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।