ওজুর পর নখ কাটলে ওজু নষ্ট হয়ে যায়?


দৈনিক আলোড়ন
ওজুর পর নখ কাটলে ওজু নষ্ট হয়ে যায়?

একবার আমি ওজু করে হাত-পায়ের নখ কাটি। এরপর এ স্থানগুলো আর না ধুয়েই নামাজ আদায় করি। জানার বিষয় হলো, ওজুর পর নখ কাটলে কি ওজু নষ্ট হয়ে যায়? আমার ওই নামাজ কি সহিহ হয়েছে, না পুনরায় আদায় করতে হবে?

আবদুর রহমান ঢাকা

উত্তর : হ্যাঁ, আপনার ওই নামাজ আদায় হয়েছে, পুনরায় পড়তে হবে না। কেননা ওজুর পর নখ কাটা হলে তা নতুন করে ধৌত করার প্রয়োজন নেই। এ কারণে ওজুর কোনো ক্ষতি হয় না।

তাবেয়ি ইউনুস (রহ.) বলেন, হাসান বসরি (রহ.)-কে জিজ্ঞেস করা হলো, ওজুর পর চুল ও নখ কাটা (পুনরায় ওই স্থান ধোয়া বা ওজু করা) কি আবশ্যক? তিনি বললেন, কোনো কিছুই আবশ্যক নয়। (কিতাবুল আসল : ১/৩৬; খুলাসাতুল ফাতাওয়া : ১/১৮; ফাতাওয়া খানিয়া : ১/৩৪)