
নগরবাসীর প্রতিবাদের মুখে সেবামূল্য ৫ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। সোমবার (১২ মে) সিটি করপোরেশনের প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, ২৩টি নাগরিক সেবার মধ্যে ১৯টি খাতে ফি বাড়ানো হয়েছিল, যার মধ্যে ১৬টি খাতে ৫ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে কোনও গণশুনানি ছাড়াই এই সিদ্ধান্ত গ্রহণ করায় নগরবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়।
এদিন, নগরবাসীর পক্ষ থেকে প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়, যাতে বলা হয়- এ ধরনের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং অনাকাঙ্ক্ষিত। স্মারকলিপি প্রদানকালে নগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, শিক্ষক ও প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রশাসক সাইফ উদ্দিন আহমেদ বলেন, “যদিও অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় কুমিল্লার ফি এখনো কম, তবুও জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                        