
মোঃ গোলামা সারওয়ার,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে ১৮কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পীরকাশিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার আন্দিকোট ইউনিয়নের গাঙ্গেরকোট গ্রামের মৃত মদন ফকিরের ছেলে সাইফুল ইসলাম(২৫), একই ইউনিয়নের পূর্ব জাঙ্গাল গ্রামের মৃত মনির হোসেনের ছেলে রাহিম (১৯) ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের নেপাল দাশের ছেলে রনজিত দাশ (২২)।
জানা যায়, সীমান্ত পাড় হয়ে মাদকের একটি বড় চালান আকুবপুর হয়ে পীরকাশিমপুর এলাকার সড়ক দিয়ে পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই উগাজাই মার্মা’র নেতৃত্বে বৃহস্পতিবার মধ্যরাতে একদল পুলিশ পীরকাশিমপুর ব্রীজ সংলগ্ন আকুবপুর সড়কের মাথায় অবস্থান নিয়ে সন্দেহভাজন তিন ব্যাক্তিকে তল্লাশি করে এসময় তাদের নিকট থাকা ব্যাগে ৯ প্যাকেট গাঁজা, প্রতি প্যাকেটে ২কেজি করে মোট ১৮কেজি গাঁজা উদ্ধারসহ
তাদের আটক করে। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসময় তিনি আরো জানান বাঙ্গরা বাজার থানা এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রনে
পুলিশ সদা সর্বদা তৎপর রয়েছে। যুব সমাজকে রক্ষার জন্য আমরা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নিয়ে কাজ করছি।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                        