দুই মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে তার আইনজীবী আদালতে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন। তবে মাহি কারাগার থেকে কখন বের হচ্ছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
মাহিয়া মাহির জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক।
তিনি বলেন, ‘মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এরপর দুপুর দেড়টার দিকে আদালতে নেওয়া হয়। আদালতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ায় তার রিমান্ড মঞ্জুর করেননি বিচারক। তবে বিকালে তার আইনজীবীরা জামিনের আবেদন করলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মাহির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ পৃথক দায়ের করা দুটি মামালাতেই জামিন মঞ্জুর করেন।
মাহিয়া মাহির আইনজীবী আনোয়ার সাদত সরকার বলেন, ‘দুপুরে মাহিয়া মাহির জামিন চাওয়া হয়নি। এখন আমরা তার জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন।