
ভারতের হায়দরাবাদে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
রবিবার সকাল সাড়ে ৬টার দিকে হায়দরাবাদের চারমিনারের কাছে ঐতিহাসিক গুলজার হাউসের একটি বহুতল ভবনে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়, গুলজার হাউসের নিচে একটি স্বর্ণালঙ্কারের দোকান ছিল। সেখানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দোকানের ওপরে থাকা অন্যান্য ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন মারা গেছেন। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীরভাবে মর্মাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের সমবেদনা জানিয়েছেন। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                        