মায়ের কথায় বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে


দৈনিক আলোড়ন
মায়ের কথায় বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে

মায়ের কথায় বাবাকে পিটিয়ে মারল ছেলে
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জের ধরে মায়ের কথায় বাবা আব্দুল মালেককে (৫০) পিটিয়ে হত্যা করেছেন ছেলে সেলিম। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের পারুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন। তিনি দৈনিক আলোড়ন কে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আব্দুল মালেকের স্ত্রীকে আটক করা হয়েছে। ছেলে সেলিম পলাতক রয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে ও গ্রেফতার চেষ্টা চলছে।

স্থানীয় আবু ইউসুফ বলেন, টাকা পয়সা নিয়ে পারিবারিক কলহের জের ধরে মায়ের কথায় বাবাকে মারধর করে সেলিম। এক পর্যায়ে ছেলের লাটির আঘাতে পিতা মারা যান। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম বাড়ি থেকে পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়।