দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন। কোচ হিসেবে যোগ দিয়ে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হাথুরুসিংহে। তবে এক সাংবাদিকের প্রশ্নে রীতিমতো ক্ষেপে গেলেন হাথুরুসিংহে।
আজ বুধবার (২২ ফেব্রুয়ার) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন হাথুরুসিংহে। শুরুতে বাংলাদেশ দলকে নিয়ে নিজের পরিকল্পনা কী হতে যাচ্ছে? তা নিয়ে নিজের ভাবনা জানান হাথুরুসিংহে।
ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘বিশ্বকাপ যেহেতু ভারতে, তাই আমাদের সুযোগ থাকছে। তবে আমি খুব বেশি প্রত্যাশা করতে চাই না। তবে আমাদের খেলোয়াড়রা যদি ফিট থাকে, পাশাপাশি তাদের ফর্ম ধরে রাখতে পারে, তাহলে ভালো করার সুযোগ থাকবে।
আসন্ন ইংল্যান্ড সিরিজে কী হোম অ্যাডভান্টেজ কাজে লাগাবে বাংলাদেশ? সাংবাদিকের এমন প্রশ্নে রীতিমতো ক্ষেপে যান হাথুরুসিংহে। জবাবে তিনি বলেন, আপনি আগে বলুন হোম অ্যাডভান্টেজ কী? যখন আমরা নিউজিল্যান্ডে খেলতে যাই, তারা আমাদের কী ধরনের উইকেটে খেলতে দেয়। ভারত কী করছে তাদের ঘরের মাঠে? আপনার কাছে মিসাইল না থাকলে আপনি গেরিলা যুদ্ধ করবেন, তাই তো? এটা খুবই স্বাভাবিক বিষয়। সবাই নিজের দেশে খেলার সুবিধা নিবে। আমরাও নিতে পারি, এখানে তো আমি খারাপ কিছু দেখি না?
তরুণ ক্রিকেটারদের প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আসন্ন ইংল্যান্ড সিরিজে আমি দেখতে চাই তরুণদের। অনেকেই নতুন এসেছেন, তারা কেমন করে সেদিকে বাড়তি নজর দিতে চাই। আমার পরিকল্পনায় ওয়ানডে বিশ্বকাপ। সেই হিসেবে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।