কুমিল্লার হোমনায় যাত্রীবাহী সিএনজি থেকে ৪০০ পিছ ইয়াবা উদ্ধার সহ রাসেল(২৪) ও মোবারক(২৯) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত রাসেল নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাটাখালি গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে এবং মোবারক হোসেন একই উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।
থানা সূত্রে জানাগেছে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদের মাধ্যমে হোমনা থানার এস আই ইকবাল মনিরের নেতৃত্বে জয়দেবপুর সাদ্দাম বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। মাদক কারবারি রাসেল ও মোবারককে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করে ৪০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ওসি মো. সাইফুল ইসলাম জানান,দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে হোমনা থানায় মামলা দায়েরের পর আগামীকাল সকালে জেলহাজতে পাঠানো হবে।