আমেরিকান এয়ারলাইন্সে সহযাত্রীর গায়ে প্রস্রাব করলেন তরুণ


দৈনিক আলোড়ন
আমেরিকান এয়ারলাইন্সে সহযাত্রীর গায়ে প্রস্রাব করলেন তরুণ

নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী মাতাল অবস্থায় সহযাত্রীর ওপর প্রস্রাব করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফ্লাইটটি অবতরণ করার পরে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল (আইজিআই) বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর- টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের।

অভিযুক্তের নাম আর্য ভোহরা। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভোহরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের একজন ডেপুটি কমিশনার (ডিসিপি)।

এএ২৯২ আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার রাত ৯টা ১৬ মিনিটে নিউ ইয়র্ক থেকে যাত্রা করে। ১৪ ঘণ্টা ২৬ মিনিট পর শনিবার রাত ১০টা ১২ মিনিটে দিল্লির আইজিআই বিমানবন্দরে অবতরণ করে।

আর্য ভোহরা মাতাল ছিলেন। তিনি ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করেন বলে অভিযোগ। বিমানবন্দর সূত্র জানায়, একজন সহযাত্রীর ওপর গিয়ে প্রস্রাব পড়ে, তিনি ক্রুদের কাছে এ নিয়ে অভিযোগ করেন।

এ ঘটনায় ওই তরুণ ক্ষমা চেয়েছিলেন। ক্রুরা ঘটনাটি পাইলটকে জানালে তিনি আইজিআই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) বিষয়টি জানান। পরে অভিযুক্ত যাত্রীকে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত নভেম্বরে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি যাওয়ার সময় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মদ্যপ অবস্থায় শঙ্কর মিশ্র নামের এক ব্যক্তি বয়স্ক মহিলার ওপর প্রস্রাব করেছিলেন। এক মাস পরে ঘটনাটি প্রকাশ্যে এলে একটি এফআইআর দায়ের করা হয়েছিল।