গাজায় নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে সোমবার সকাল থেকে প্রতিবাদমুখর হয়ে ওঠে যশোর শহর। ছাত্র-জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার নারী-পুরুষ ও শিশু অংশ নেন। সকাল ১১টায় শহরের দড়াটানা চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বের করা হয় বিক্ষোভ মিছিল।
‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরাইল নিপাত যাক’, ‘গণহত্যা বন্ধ কর’- এরকম নানা ধরণের শ্লোগান লেখা ব্যানার ও প্লাকার্ড হাতে ছিল তাদের। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে আবারও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। *
সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন লেখক, গবেষক, অ্যাক্টিভিস্ট বেনজীন খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। ফিলিস্তিনে হামলা মানে সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা।