সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


দৈনিক আলোড়ন
সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ধোপাকান্দি এলাকায় র‌্যাব-১২ এর বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাবের গোয়েন্দা শাখার সহায়তায় গতকাল (৬ এপ্রিল) রাত ১১টা ১৫ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ধোপাকান্দি এলাকার রিফা বেকারির সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে মো. আবুল কালাম (২৮) এবং একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মো. মমিন মিয়া (৩০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।