দেশ বিক্রি নয়, মর্যাদা বাড়াতে প্রধানমন্ত্রীর বিদেশ সফর: ওবায়দুল কাদের


দৈনিক আলোড়ন
দেশ বিক্রি নয়, মর্যাদা বাড়াতে প্রধানমন্ত্রীর বিদেশ সফর: ওবায়দুল কাদের

দেশ বিক্রি করতে নয়, দেশের মর্যাদা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকালে মে দিবস উপলক্ষ্যে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, এই সফরের গুরুত্ব যারা বুঝে না, তারাই এ সম্পর্কে কটাক্ষ করে। শেখ হাসিনা দেশ বিক্রি করতে বিদেশে যায়নি, গিয়েছেন দেশের উন্নয়নের উচ্চতা বাড়াতে।

তিনি বলেন, শেখ হাসিনা সবসময় চান বাংলাদেশ কখনো সংকটে না পড়ুক। এ দেশের মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ সফর করছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক নিজেই ভুল স্বীকার করে তারা নিজেরাই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, বিদ্যুৎ, মেট্রোরেলসহ আওয়ামী লীগের উন্নয়নে বিএনপি হিংসার আগুনে জলে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকা সমুন্নত রাখা হবে।

মানুষ শান্তিতে থাকলে বিএনপির মনে কষ্ট হয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ৫২ দল, ১২ দল নিয়ে ১০ দফা বিক্ষোভ পদযাত্রা, হোঁচট খাওয়া আন্দোলন করেছে। পদযাত্রা নামের শেষযাত্রা করেছে বিএনপি। তাদের আন্দোলন, দফা, দল- সবই ভুয়া।