মুশফিক-তাওহিদের জুটির রেকর্ড


দৈনিক আলোড়ন
মুশফিক-তাওহিদের জুটির রেকর্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড রান করেছে বাংলাদেশ। শনিবার ২০১৫ সালের রেকর্ড ভেঙে ৩৩৮ রান করেছিল টাইগাররা।

একদিনের ব্যবধানে সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৪৯ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

রেকর্ড গড়ার দিনে জুটির রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। পঞ্চম উইকেটে ৭৮ বলে ৯.৮৪ গড়ে ১২৮ রানের জুটি গড়েন তারা; যা বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে দ্রুতগতির শতরানের জুটি।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেঞ্চুরি জুটি আছে ১০৫টি। এর মধ্যে ৯ রান রেটও ছিল না আর কোনো শতরানের জুটিতে।

বিধ্বংসী এই জুটিতে এদিন ৪৬ বলে ৭৮ রান করেন মুশফিক, হৃদয় করেন ৩৪ বলে ৪৯। হৃদয় ফিফটির আগে আউট হয়ে গেলেও মুশফিক পরে বাংলাদেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন ৬০ বলে।

গত মার্চেই দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে ৮১ বলে ১১৫ রানের জুটি গড়েছিলেন দুজন চতুর্থ উইকেটে। জুটির রান রেট ছিল ৮.৫১।