বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
ফাইনালের ঠিক আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস বলেন, অধিনায়ক হিসেবে আমি তো চাইব ওদের ৫০ রানে অলআউট করতে, সেটা করতে পারলে ভালো। যদি আগে ব্যাটিং করি তাহলে আমি চাইব দুইশর বেশি রান করতে। এটা তো আসলে চাওয়াতেই সব কিছু হবে না। কালকের খেলাটা পুরোটাই আসলে মাইন্ড গেম।
জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এই তারকা ওপেনার আরও বলেন, হাইভোল্টেজ খেলাগুলো আসলে যে যত বেশি নার্ভ নিয়ন্ত্রণ করতে পারবে, যে যত বেশি নিজেকে খেলায় মনোযোগ রাখতে পারবে। আপনি দুইশ রান করেও জিতবেন এমন গ্যারান্টি নেই। সবশেষ ফাইনালে কিন্তু আমরা অলমোস্ট ১৮ ওভার পর্যন্ত হেরেছিলাম। ২ ওভারে আমরা খেলা জিতে গেছি। এটা ডিফরেন্ট বল গেম।