মুরাদনগরে স্থানীয় এমপির উদ্যোগে বিজ্ঞান বিষয়োক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়


দৈনিক আলোড়ন
মুরাদনগরে স্থানীয় এমপির উদ্যোগে বিজ্ঞান বিষয়োক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়

মোঃ গোলাম সারওয়ার
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি।

কুমিল্লার মুরাদনগরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানী সৃষ্টির লক্ষ্যে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর ব্যাক্তিগত উদ্যোগে বিজ্ঞান বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ ই মার্চ সকাল ১১ টায় মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ সভার আয়োজন করা হয়েছে। এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং হাজার হাজার শিক্ষার্থীদের বাবা মা সহ অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া জনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি নাজমুল হুদা

প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান বিষয়ক উদ্ধুদ্ধকরন সভার উদ্যোক্তা এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোন বিকল্প নাই। বিশ্বায়নের এই যুগে বিজ্ঞানকে প্রাধান্য দিলেই একটি জাতি সমৃদ্ধি লাভ করতে পারবে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর গুরুত্বারোপ করার জন্য আহবান জানান।

সভায় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু,প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আরুন অর রশিদ, অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মদ এনামুল হক, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম।

উপজেলার ইউনিয়ন সদস্য চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ, ভিপি জাকির হোসেন, কাজী আবুল খায়ের, কাজী তুফরিজ এটন, আবু মুছা, গোলাম কিবরিয়া খোকন তৈবুর রহমান ও আরো অনেকে