পশ্চিমারা প্রতিশ্রুতি রক্ষা করলে ইউক্রেনের জয় অবশ্যম্ভাবী: জেলেনস্কি


দৈনিক আলোড়ন
পশ্চিমারা প্রতিশ্রুতি রক্ষা করলে ইউক্রেনের জয় অবশ্যম্ভাবী: জেলেনস্কি

ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তিতে এই যুদ্ধে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যদি পশ্চিমা অংশীদার রাষ্ট্রগুলো তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে তবে ইউক্রেনের জয় অবশ্যম্ভাবী। জয় ইউক্রেনের জন্যই অপেক্ষা করছে।

শুক্রবার ছিল ইউক্রেন যুদ্ধের বছর পূর্তি। এদিন এক কনফারেন্সে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর এএফপির।

জেলেনস্কি বলেন, পশ্চিমারা অর্থনৈতিক ও সামরিক সহায়তাকল্পে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলে রুশ সেনাদের বিতাড়িত করা আমাদের জন্য কঠিন কিছু নয়।আমরা যদি আমাদের কাজটা ঠিকঠাক মতো করতে পারি আমরা সবাই রাশিয়ার বিরুদ্ধে জিতব।

এদিন যুদ্ধ জয়ের ভার সেনাবাহিনীর ওপর ছেড়ে দেন জেলেনস্কি। বলেন, ইউক্রেনের অস্তিত্ব, ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে তোমাদের ওপর।