প্রধান বিরোধী দল অংশ নিলে ভোটার উপস্থিতি বেশি হতো: পর্তুগালের নির্বাচন পর্যবেক্ষক


Apurbo Ahmed Jewel
প্রধান বিরোধী দল অংশ নিলে ভোটার উপস্থিতি বেশি হতো: পর্তুগালের নির্বাচন পর্যবেক্ষক

কোনো রকমের ঝামেলা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার সকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও দুপুর পর্যন্ত সাভারের বেশ কয়েকটি কেন্দ্র ছিল প্রায় ভোটারশূন্য। এর মধ্যে দেখা মেলে পর্তুগালের পর্যবেক্ষক পাওলো কাসাকার সঙ্গে।

সাভারের রেডিও কলোনি স্কুল কেন্দ্রে পরিদর্শন শেষে পাওলো কাসাকার বলেন, কেন্দ্রগুলোতে ভোটার নেই বললেই চলে। ভোটকেন্দ্রের অবস্থা সুন্দর। কোনো ঝামেলা ছাড়াই ভোটগ্রহণ চলছে। তবে ভোটার আরও বেশি হলে ভালো হতো। প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নিলে ভোটার উপস্থিতি হয়তো আরও বেশি হতো। আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে নির্বাচন হলে সেটা অনেক ভালো ও সুন্দর হতো।

সকালে সাভার সরকারি কলেজে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী ডা. মো. এনামুর রহমান। অপরদিকে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তেৌহিদ জং মুরাদ।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদেৌস ওয়াহিদ বলেন, সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। ধীরে ধীরে উপস্থিতি কিছুটা বাড়লেও আশানুরূপ ভোটাররা ভোট দেননি।