পাবনায় ক্যানুলা খুলতে গিয়ে শিশুর আঙুল কাটা


দৈনিক আলোড়ন
পাবনায় ক্যানুলা খুলতে গিয়ে শিশুর আঙুল কাটা

পাবনা জেনারেল হাসপাতালে ক্যানুলা খুলতে গিয়ে শিশুর আঙুল কাটার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) গৌতম কুমার কুণ্ডুকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৫ মার্চ) হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছেন। সোমবারের মধ্যে রিপোর্ট দাখিল করবে।

হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. আকসাদ আল-মাসুর আনন জানান, বৃহস্পতিবার দুপুরে ঘটনার পর শিশুটিকে শিশু ওয়ার্ড থেকে অর্থোপেডিক ওয়ার্ডে স্থানান্তর করা হয়। শিশুটি সুস্থ রয়েছেন।

অভিযুক্ত আয়া আঞ্জুয়ারা খাতুন বলেন, পাঁচ বছর ধরে এখানে আয়ার কাজ করি। কাঁচি দিয়ে ক্যানুলায় লাগানো টেপ কাটতে গিয়ে আঙুলের একটু অংশ কেটে গেছে। সেটা বুঝতে পারিনি।

এর আগে ঠান্ডাজনিত রোগের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩ দিনের এক নবজাতককে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন তার বাবা চন্দন পাল৷ ২ মার্চ সকালে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সেদিন বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানান চিকিৎসকরা। পরে দুপুরে নার্সের বদলে শিশুটির হাতে লাগানো ক্যানুলা খোলেন আঞ্জুয়ারা খাতুন নামের একজন আয়া। ক্যানুলা খুলতে গিয়ে তিনি শিশুটির হাতের একটি আঙুলের কিছু অংশ কেটে ফেলেন।