মাগুরা নিজস্ব প্রতিনিধি:
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের জোতপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিরব (২৩) নামে এক কলেজছাত্র ও শ্রীপুরের টিকারবিলা এলাকায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে জিসান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, আজ বিকালে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের জোতপাড়া এলাকায় দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পিলারে সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আবির হোসেন নিরব নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।নিহত নিরব সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। সে মাগুরা শহরের কলেজ পাড়ার আলমগীর হোসেনের ছেলে।
অন্যদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুরের গোয়ালদহে সার্কাস দেখে বাড়িতে ফেরার পথে টিকারবিলা এলাকায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে ষষ্ঠ শ্রেণির ছাত্র জিসান শেখ আহত হয়।
আহত অবস্থায় দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিসান রাজাপুর গ্রামের কিরন শেখের ছেলে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।