রাতের ভোটের আওয়ামী লীগ সরকার ( Awami League government of the night vote )


Apurbo Ahmed Jewel
রাতের ভোটের আওয়ামী লীগ সরকার ( Awami League government of the night vote )
আমরা বাঙালী জাতি ১৯৭১ সালের ২৫শে মার্চ এর রাতকে কালো রাত বলে থাকি। কারন এই রাতেই বাঙালী জাতির উপর পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে ঘুমন্ত মানুষের উপরে হত্যাযজ্ঞ চালায়।তারপর দেশে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ যা দীর্ঘ নয় মাস স্থায়ী হয়।আমরা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীনতা পেলেও আসলেই কি আমরা স্বাধীন?
১৯৭১ সালের ২৫শে মার্চ এর কালো রাত এর মতো আরেকটি কালো রাত হলো ২০১৮ সালের ২৯শে ডিসেম্বর। এই রাতে আওয়ামী লীগ সরকার তাদের পোষ্য গুন্ডাবাহিনী , ছাত্রলীগ ,পুলিশ প্রশাসন দিয়ে ভোটের আগের রাতেই ব্যালট বক্স ভরে রেখে সাধারণ মানুষের ভোটাধিকার হরন করে। তেমনিভাবে আওয়ামী লীগ সরকার ২০১৪ সালে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সরকার গঠন করে।
গোটা বিশ্ব এখন বিশ্বাস করে বাংলাদেশে ২০১৪ ও ২০১৮ সালে কোন নির্বাচন হয়নি, হয়েছে ভোট চুরি প্রহসনের নির্বাচন।
২০১৯ সালের ১৫ই জানুয়ারী প্রথম আলোর এক রিপোর্টে বলা হয়, ট্রাস্পারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এক গবেষণা অনুযায়ী ২০১৮ সালে জাতীয় নির্বাচনে তাদের বাছাই করা পঞ্চাশটি আসনের মধ্যে ৩৩টি আসনে নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল দেয়া হয়েছে। সংস্থাটি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করে। অথচ নির্বাচনের দিন সারাদেশে সকল ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার। অন্য সব প্রতিশ্রুতির মতো এটিও পালনে ব্যার্থ হয় নির্বাচন কমিশন।
বেশিরভাগ ভোটকেন্দ্রে বিরোধী দলীয় কর্মীদের গণহারে গ্রেপ্তার ,অত্যাচার, সাধারণ মানুষকে নৌকা মার্কায় ভোট দিতে প্ররোচিত করা আর এসবই ছিল ২০১৪ এবং ২০১৮ এর নির্বাচনে। ছাত্রলীগ দিয়ে হামলা, পুলিশ প্রশাসনের নীরবতা পালন এসবই প্রমাণ করে আওয়ামী লীগ একটি সাজানো নির্বাচন করে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেয়।
একটি গনতান্ত্রিক দেশে জাতীয় নির্বাচনে ভোট দেয়া আপনার আমার সকলের গনতান্ত্রিক অধিকার, কিন্তু আপনি নির্বাচন এর দিন ভোট কেন্দ্রে গিয়ে আবিষ্কার করলেন আপনার ভোট অন্য কেউ আগেই দিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ ২০১৪ ও ২০১৮ সালে দেখেছে কিভাবে মৃত মানুষও ভোট দেয়। আর এগুলোর পিছনে আওয়ামী লীগের দ্বারা মনোনীত নির্বাচন কমিশন কিভাবে ভোটাধিকার কেড়ে নিয়েছে। আজ দেশে গনতান্ত্রিক অধিকার নেই, সাধারণ জনগণের ভোটের অধিকার নেই। দেশে দুটি জিনিসই আমরা শুধু দেখি একটি হলো ভোট চুরি ও আরেকটি হলো আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রী, সরকার প্রধানের ছেলের চরম দুর্নীতি। রিলেফের কম্বল চুরি দিয়ে শুরু করে ছাগল চুরি, ভোট চুরিথেকে রিজার্ভ চুরি কোন চুরিই বাদ দিচ্ছে না আওয়ামী লীগ সরকার।
বাকশাল কায়েম দিয়ে গনতন্ত্র হত্যা শুরু করেছিল | এখন গনতন্ত্র, ভোটাধিকার হরন করে দেশের মালিকানা কেড়ে নিয়েছে এবং জনগনের জীবন জীবিকা বিপন্ন করে তুলেছে এই ফ্যাসিস্ট সরকার।
Awami League government of the night vote

We Bengalis call the night of 25th March 1971 as black night. Because on this night, the Pakistani invading force on the Bengali nation indiscriminately massacred the sleeping people. Then a bloody war started in the country which lasted for nine months. Even if we got independence on December 16, 1971, are we really free?

Another black night like the black night of March 25, 1971 is December 29, 2018. On this night, the Awami League government, with their pet gangsters, Chhatra League, police administration, filled the ballot boxes the night before the polls and took away the voting rights of the common people. Similarly, the Awami League government formed the government in 2014 by depriving the people of their right to vote.
The whole world now believes that there were no elections in Bangladesh in 2014 and 2018, there was a vote-stealing farce.

A report by Prothom Alo on January 15, 2019 said that according to a study by Transparency International Bangladesh (TIB), 33 of the fifty constituencies selected by them in the 2018 national elections were sealed the night before the election. The agency termed the election questionable and flawed. However, the Election Commission and the Awami League government promised to ensure the security of all polling stations across the country on election day. Like all other promises, the Election Commission failed to fulfill this too.

Mass arrests of opposition party workers in most of the polling stations, torture, inducing common people to vote for boat brands and all these were in the elections of 2014 and 2018. The attack by Chhatra League and the silence of the police administration prove that Awami League took away the voting rights of the common people by holding an organized election.

It is your democratic right to vote in a national election in a democratic country, but you go to the polling station on election day and discover that someone else has already cast your vote. People of Bangladesh have seen in 2014 and 2018 how even dead people vote. And behind them how the Election Commission nominated by Awami League took away the right to vote. Today there is no democratic right in the country, the common people do not have the right to vote. We only see two things in the country, one is the theft of votes and the other is the extreme corruption of Awami League leaders, workers, ministers and the head of government’s son. From theft of relief blankets to theft of goats, theft of votes and theft of reserves, the Awami League government is not stopping any theft.

Bakshal started to kill democracy by establishing it Now this fascist government has taken away the ownership of the country by taking away democracy, voting rights and endangering the livelihood of the people.

Writer:  Apurbo Ahmed Jewel